• আজ- শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

কী করে দেবো,আমারে ভুলিতে?

রহিম উদ্দিন / ২৪৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
কবিতা

add 1
  • রহিম উদ্দিন

অঙ্গনা, ভেবো না ভেবো না;
আমারে আমি দেবো না ভুলিতে!
কী করে দেব, আমারে ভুলিতে?
এখনো যে গায়ের পথে কৃষ্ণচূড়ার গাছগুলো দাঁড়িয়ে
প্রগাঢ় চুম্বনে রক্তিম থোকা থোকা প্রসূন লয়ে
কুয়াশার চাদর জড়িয়ে দাড়ানো জোড়া খেজুরের গাছে
পরম মমতায় গাছি মাখিছে প্রেম
মাঠভরা সোনালি ধানের ডগায় ঝিলমিল জলের কণা
এলোকেশী বালিকার হাসির মতন লেপ্টে আছে
কী করে দেব, আমারে ভুলিতে?
অঙ্গনা, ভেবো না ভেবো না;
আমারে আমি দেবো না ভুলিতে!
এখনো দীনতা হতবল চেতনাশূন্য চিত্তের হাহাকার
সপ্ত আসমান ডিঙ্গায় ফিরে আসে বারেবার
যখন দেখি, এক জোড়া রাজহংসী হাওড়ের জলে ভাসে
চারটে পা সংস্রবে সিন্ধুর তীরে হাটে সন্ধের ক্ষণিক আগে
কী করে দেব, আমারে ভুলিতে?
অঙ্গনা, ভেবো না ভেবো না;
আমারে আমি দেবো না ভুলিতে!
এখনো সাঁঝ পেরিয়ে আলোকশূন্যতা নেমে এলে
এক দল ধবল বক উড়ে যায় জোড়ায় জোড়ায়
পথের দুধারে কলকলিয়ে মিলিত হয় কীটপতঙ্গ
সাইরেন বাজিয়ে পাশাপাশি ছুটে যায় দুটি সিএনজিচালিত অটোরিকশা
কী করে দেব, আমারে ভুলিতে?
অঙ্গনা, ভেবো না ভেবো না;
আমারে আমি দেবো না ভুলিতে!
এখনো পূজাপার্বণে তরুণীর দল বাহারি শাড়ি জড়িয়ে
রিকশায় চড়ে,মেলায় ঘুরে
কখনো সখনো চাইনিজ রেস্টুরেন্টে ডিনার সারে
জড়সড় হয়ে গা ঘেঁষে বসে গল্প করে
কী করে দেব, আমারে ভুলিতে?
অঙ্গনা, ভেবো না ভেবো না;
আমারে আমি দেবো না ভুলিতে!
এখনো মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা হয়
শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান,বাংলা আকাদেমি র মাঠ সাঁজে নানা বর্ণে
সমাগম হয় পাঠক পাঠিকা, প্রেমিক প্রেমিকা, ভবঘুরে
আর কবিরা আসে, কবিরা যায়
নিঃসঙ্গ বসে থাকি আমি অঙ্গার হৃদয়ে
কী করে দেব, আমারে ভুলিতে?
অঙ্গনা, ভেবো না ভেবো না;
আমারে আমি দেবো না ভুলিতে!

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সন্ধ্যা ৭:১৬)
  • ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১ জমাদিউস সানি, ১৪৪৬
  • ২৯ অগ্রহায়ণ, ১৪৩১ (হেমন্তকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT