শ্যাম বর্নের পাতায় পাতায়
গোলাপি রঙের ফুল
বাতাসের তালে নাচে প্রত্তুরে খায় দুল,
মোহ কাটে না রৌদ্র – ছায়ায়
সাজাও কেন রঙের পুতুল।
সবুজ ডালে পিঁপড়ে হাঁটে
ফুলের প্রানে মৌমাছি
ভ্রমর বলে আমরা যে ভাই
ফুলের সাথে মিশে আছি৷
টিয়ে পাখির সবুজ দেহ
প্রেম করিলেন অন্য কেহ
উত্তরে বাতাসে শীতল আবহ
কার্তিয়ে হয় কামরাঙ্গার মোহ।