• আজ- রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

করবো আলাপন

শাহীন খান / ২৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩

add 1
  • শাহীন খান

হায় কতোদিন হয়নি যাওয়া কদমতলির হাটে
খেলতে আদৌ হয়নি যাওয়া পাড়ার সবুজ মাঠে।

ইশকুলেতে হয়নি যাওয়া নিয়ে খাতা বই
বিকেল বেলা উঠোন জুড়ে হয়না তো হইচই।

পাখির গানও হয়নি শোনা চৈত্র দুপুর কালে
ঝিঁঝিপোকার খোঁজ রাখেনি থাকছে সে কোন ডালে?

খোঁজ রাখেনি নাটাই ঘুড়ির ফুল ফোটানো লগন
চাঁদের শোভা তারার হাসি রৌদ্রে ছাওয়া গগন।

হইনি উদাস বাঁশির সুরে, কবির লেখায় ছড়ায়
ছুঁইনি তো মন কাব্যে কোন আবৃত্তি আর পড়ায়।

আর জাগেনি দুষ্টুমিটা আদৌ কোন ছলে
বাবার কাছে বায়না ধরা সুনিপুন কৌশলে।

সাইকেল নিয়ে সেই যে কবে গেছি নানু বাড়ি
খালার সাথে হয়না আমার যখন তখন আঁড়ি।

এখন আমার দিন কেটে যায় ঘরের কোণে বসে
এ খাট থেকে ও খাটে ঠিক পিঠটা ঘষেঘষে।

টিভি দেখি, মোবাইল টিপি, কপাট রাখি ঠেলে
জানলা রাখি বন্ধ রোজই যায় না বাতাস খেলে ।

ক্যান হয়েছে এমন?
এসো যদি আমার বাড়ি
করবো আলাপন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ