হারিয়ে গেছে সময়,
অথচ কবিতা ভুলে থাকা যেতো না,
জীবন ভর পান্ডুলিপি রয়ে গেলো
কখনো কাব্যে রূপ নিলো না–
ছন্দ হারালাম সেই কবে
বিরহে প্রেমের কত হয়েছে বিসর্জন
ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে
কবিতা’রা আজো ফেলে আলোড়ন
শাপলা আর আশ্বিনের জোছনা রাত
প্রিয়ার সাথে কত আলিঙ্গন
চোখে ঘুম না আসার ক্ষনে
রাত জেগে মুঠোফোনে মধুময় আলাপন।
গণিতের খাতা সব লিখে শেষ
কবিতা আর চিঠিতে অংক হলো কই
মনোযোগ দিয়ে পড়তে বসে
পড়া হয়নি যে পদার্থ বা রসায়নের বই
কত সাধ আল্হাদ প্রেম মধু ময়,
প্রেম সে তো গল্প আর উপন্যাসে
কিংবা জীবনানন্দের বনলতা সেন,
নয়তো কবি কবি ডাকের উপহাসে,
তবুও হৃদয়ে কবিতা যে পায় ঠাই
সকাল-বিকেল কিংবা গভীর নিশুতিরাতে
ভাবনা যে মোর কবিতা হয়ে যায়
কবিতা লিখার ক্ষন কি সেথা লাগে তাতে।