• আজ- শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

কনকনে শীত

নার্গিস আক্তার / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

add 1
  • নার্গিস আক্তার

শীতের কনকনে ঠান্ডায়
মানুষ থর থর করে কাপে।
তবুও মানুষের জীবনের তাগিদে
শীত কুয়াশায় বাহিরে যেতে হয়।

ধুয়া ধুয়া শিশির কণা আচ্ছন্ন চারিদিক
চোখে দেখা যায় না কোন কিছু
পা চলেনা, হাত নড়ে না কাজে।
তবুও জীবন অববাহিকায়
মানুষকে চলতে হয়।

প্রচুর ঠান্ডা শীতল বায়ুর মাঝে।
প্রকৃতির সবকিছু নিথর নিস্তুপ হয়ে থাকে
কিন্তু একমাত্র মানুষ জীবন অববাহিকায়
সবকিছু প্রতিহত করে চলতে থাকে।
এরই নাম মানুষ এবং প্রকৃতির প্রাকৃতিক জীব।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ