• আজ- শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন
Logo

এস.এম আলী সুমন

লেখক : / ১৮৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

add 1

চট্টগ্রাম রাউজান উরকিরচর সওদাগর পাড়া গ্রামে ১৯৮৫ সালের ১২ ই ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মদিনা বেকারী এন্ড সুইটস এর মালিক আব্দুল হাশেম সওদাগর,আয়েশা খাতুনের সন্তান। ওমর গনি এম ই এস কলেজ বিশ্ববিদ্যালয় হতে স্নাতক শেষ করেন ২০০৬ সালে। ২০০২ সাল থেকে চট্টগ্রামের সবকটি পত্রিকায় নিয়মিত প্রবন্ধ ফিচার লিখতেন, ২০০৩ সালে নিজের প্রকাশনায় সম্পাদনায় প্রথম আবির্ভাব নামক ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী প্রকাশ করেন।উনার তিনশতাধিক যৌথ প্রবন্ধ, কবিতা ও গল্পের বই রয়েছে।সম্মাননায় সম্মানিত হয়েছেন বিভিন্ন সংগঠন/ সংস্থা থেকে, উনার সম্পাদনায় সম্প্রতি প্রকাশিত হয়েছে কয়েকটি যৌথকাব্য সংকলনসহ সাহিত্য পত্রিকা, তিনি যথাক্রমে মাসিক সাহিত্য পাতার সম্পাদক মণ্ডলীর সভাপতি, বৃত্তকলা একাডেমির উপদেষ্টা, মাসিক সময়ের সুর এর উপদেষ্টা,  ত্রৈমাসিক শিশুতোষ ম্যাগাজিন কিচিরমিচির এর উপদেষ্টা, তরুণ সাহিত্য ম্যাগাজিনের উপদেষ্টা, বিনির্মাণ সহিত্য পত্রিকার প্রধান উপদেষ্টা, ডাক বাংলা সাহিত্য একাডেমির উপদেষ্টা, বনানী বাংলা সাহিত্য পরিষদের উপদেষ্টা,সঞ্চিতা সাহিত্য সম্ভারের সহ-সভাপতি,রবীন্দ্র সাহিত্য পরিষদের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ নবীন প্রবীন সাহিত্য ও সাংস্কৃতিক মঞ্চের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বরত আছেন।

এস.এম আলী সুমন’র লেখা পড়ুন

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ১১:৪১)
  • ২৭ জুলাই, ২০২৪
  • ২০ মহর্‌রম, ১৪৪৬
  • ১২ শ্রাবণ, ১৪৩১ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT