এক, আজব গাড়ি তৈরি করে
ছাড়ছে ভবের সংসারে,
যে, এমন গাড়ি করছে তৈয়ার
শুকরিয়া জানাই তারে।
এ আজব তৈরি গাড়ি খানার
চাকা আছে চার খানা,
এর, ডানে বামে আছে গাড়ির
দুই খানা ডানা।
হরেক রকম গাড়ির মডেল
দেখলে যে নয়ন হরে।
গাড়ির বডির দুই পাশেতে
হাওয়ার দুই ব্যারেল,
হঠাৎ, ইঞ্জিন বন্ধ হয়ে যাবে
করিলে তা-যে ফেল।
কত দামী পার্টস এ গাড়িতে
সাজানো থরে থরে।
এ গাড়ির যে পিস্টন খানা
তেল মারে বারবার,
এর, লাইট জ্বলে সামনে দুটি
দেখতে চমৎকার।
বলো, কার সাধ্য এমন গাড়ি
তৈরি করতে পারে?
তাইতো, অধম কবি ফারুকের নেই
ভাবনার অন্ত…
শেষে, ভেবে চিন্তে নেয় সিদ্ধান্ত।।
সে, যতোদিন বাঁচবে ধরায়
তার, গুণগান যাবে করে।