কবিতা
একটা,
মিষ্টি মেয়ের চোখের দৃষ্টি আমার
সৃষ্টি করেছে প্রেম এ মনে…
বৃষ্টির মত রিমঝিম বাজনা তুলে সে
প্রেমের সুর বাজায় প্রাণে
আহা! প্রেমের সুর বাজায় প্রাণে।।
তার, গোলাপ রাঙা যুগল উষ্ণ ঠোঁটে,
হাসলে যেনো রাঙা পুষ্প ফোটে।।
সেই পুষ্পেতে হাজার পাপড়ি মেলে…
কি-যে, মাতাল করে মিষ্টি মধুর ঘ্রাণে।।
তার, মধু ঝরা বাঁকা ওষ্ঠের মিষ্টি হাসি,
পগল করে আমায় করে উদাসী।।
তা-যে, বাতাসে নড়ে নড়ে হেলেদুলে…
ভালোবাসার কথা বলে দুটি কানে।।
তার, লাজুক রাঙানো দুষ্টু মিষ্টি মুখে,
চিকন কিরণ সারির দন্ত ঝাঁকে।।
শুভ্র চাঁন্দের যেনো জ্যোতি জ্বেলে…
জ্যোৎস্না তাতে যেনো ডেকে আনে।।