এই আসে এই যায় টুকটাক ব্যথা দেয়
সুখটুকু নিয়ে তবে দুখ টুকু এনে দেয়।
হরদম এভাবেই প্রতিদিন তো চলছে
নানাজন নানাভাবে নানান কথা বলছে।
যায় আসে দিনভর কী দারুণ খেলা তার
হাসিমুখে খেলে সে মানুষ করে মুখ ভার।
ঘামে ভিজে দেহমন রাগে কাঁপে থরথর
কাঠফাঁটা গরমেতে জীবনটা মরমর।
গরমের এই জ্বালা নয় শুধু বাড়িঘরে
এই জ্বালা মাঠেঘাটে আজ সর্বস্তরে।
আশা করি সেই মহাশয় যদি আসে আর
এমন বাঁধে বাঁধবো যেন যায় বারবার।