গ্রাম, শহরে দেশ বিদেশে
নামলো খুশির ঢল,
ঈদ মোবারক ঈদ মোবারক
হাসি খুশিতে বল।
ধনী গরীব সবার ঘরে
ঈদের কোলাহল,
নতুন নতুন জামা পড়ে
ঐ ঈদগাহে চল।
আজকে সবাই ভুলে যাই
হিংসা বিদ্বেষ ভাই,
ঈদ মোবারক বলি আজ
খুশির দিন যে তাই।
ঈদের দিনে মায়ের হাতের
ফিরনী সেমাই খাই,
পোলাও বিরানি মাংস খেতে
কিযে আনন্দ পাই।
ঈদের দিনে বন্ধুর বাড়ি
মামার বাড়ি যাই,
বছর শেষে ঈদ আসে
আনন্দের সীমা নাই।