ঈদ এসেছে ঈদ এসেছে
লাগছে মনে দোলা,
ধনী গরিব সবার মাঝে
খুশির দুয়ার খোলা।
সকাল বেলা ঈদের নামায
পড়তে যাব সবাই,
ঈদের নামায পড়ে এসে
সেমায় খাব সবাই।
মা-বাবাকে সালাম করে
নেব তাঁদের দোয়া,
এদিক সেদিক ঘুরতে গেলে
যাবে নাকো ছোঁয়া।
তাইরে নাইরে তাইরে নাইরে
কোরব এখন মজা,
পোলাও খাব কোরমা খাব
আরো খাব খাজা।
নতুন জামা নতুন জুতা
পাওয়া চাই সবার,
না হলে-তো ঈদের আমোদ
বৃথা হবে এবার।