ঈদের দিনে সকাল বেলা
জায়নামাজ সব নিয়ে,
গাড়িত চড়ে যাচ্ছো তুমি
পাকা রাস্তা দিয়ে।
নতুন জামা কাঁপড় পড়ে
দিয়ে সুর্মা আতর,
নামাজ পড়তে যাচ্ছো মাঠে
খেয়ে পাস্তা পাতর।
মহাখুশি হইছো তুমি
পেয়ে নতুন জামা,
প্রতিবেশী আত্নীয়ের কি
খোঁজ নিয়েছো মামা?
তারাও কি পড়ছে জামা
খাইছে খাবার কিছু,
নাকি তারা খাবার তরে
ঘুরছে কারো পিছু।
ওদের তুমি কিনে দিলে
লাচ্ছি সেমাই কাঁপড়,
হইবে তারা মহাখুশি
কাটবে মনের ফাঁফর।
এক কাতারে সবাই যেমন
পড়ি ঈদের নমাজ,
ঈদের মতোন চললে সতত
সুখে রবে সমাজ।