ঝাঁকে ঝাঁকে পড়ছে ধরা ইলিশ জেলের জালে!
বাজারেও প্রচুর ইলিশ উঠছে দেখি হালে।
কিনছে ইলিশ বিত্তশালী দেখছি তাঁদের হাতে
উঠছে না তো জাতীয় মাছ নিম্নবিত্তের পাতে!
ডাল আলুতেই পয়সা ফুরায় আজ যে এমন দশা!
পার করছে কঠিন সময় ভীষণ টানা কষা!
খেয়ে পড়ে বেঁচে থাকাই হয়ে যাচ্ছে দায়!
রুপার দামে রুপা ইলিশ যায় কি কেনা যায়!