ইচ্ছে করে পাখি হয়ে
আকাশ পানে উড়ি,
স্বপ্নে ঘেরা দুনিয়াটাতে
ডানা মেলে ঘুড়ি।
ইচ্ছে করে বালুচরের
কাশফুল হয়ে ফুটি,
দু-হাত মেলে স্বপ্নগুলো
এক এক করে লুটি।
ইচ্ছে করে মৌমাছি হয়ে
ফুলকে দেই আড়ি,
সকল মধু লুপে নিয়ে
ফিরবো আপন বাড়ি।
ইচ্ছে করে মেঘের দিনে
বৃষ্টি হলে ভিজি,
রুপকথার জগৎ টাতে
রঙিন স্বপ্নগুলো খুঁজি।
ইচ্ছে করে বড় হয়ে
ধরবো দেশের হাল,
মাতৃভূমির সেবা করতে
বুনবো নতুন জাল।