খোকন সোনা কোথায় তুমি
পড়েছো কি নামাজ?
পরকালে জান্নাত পেতে
এটাই বড় সুকাজ।
পড়ালেখার ফাঁকে ফাঁকে
সময় বাহির করো,
মসজিদে যাও তাড়াতাড়ি
জামাত নাহি ছাড়ো।
দুনিয়ার ঐ সুখের লাগি
খাটুনির নেই অভাব,
মরার পরে প্রভুর প্রশ্নের
দিতে পারবে জবাব?
নামাজ হলো মনের খোরাক
কাটে দেহের ক্লান্তি,
ইচ্ছে থাকলে যাবে না বাদ
নামাজ পড়েই শান্তি।