
ইচ্ছে করেই বলে যেতে হচ্ছে
মিথ্যেটা নিরন্তর,
‘ভালো আছি ভালোবাসি’
প্রকাশ সমাচার!
ইচ্ছে করেই মেনে নিতে হচ্ছে
অসহ্য আবদার,
‘মিছামিছি হাসিখুশী ’
তদন্ত দরকার!
ইচ্ছে করেই করে যেতে হচ্ছে
অহেতু দরবার,
কাছাকাছি দোষাদোষী
নিছক উপহার!
ইচ্ছে করেই দেখে যেতে হচ্ছে
কঠিন উপসংহার,
মেশামিশি পাশাপাশি
তো দারুন ব্যাপার!