• আজ- মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

ইচ্ছে করেই

জয়ন্ত কুমার চঞ্চল / ১৬১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

add 1
ইচ্ছে করেই বলে যেতে হচ্ছে
মিথ্যেটা নিরন্তর,
‘ভালো আছি ভালোবাসি’
প্রকাশ সমাচার!
ইচ্ছে করেই মেনে নিতে হচ্ছে
অসহ্য আবদার,
‘মিছামিছি  হাসিখুশী ’
তদন্ত দরকার!
ইচ্ছে করেই করে যেতে হচ্ছে
অহেতু দরবার,
কাছাকাছি দোষাদোষী
নিছক উপহার!
ইচ্ছে করেই দেখে যেতে হচ্ছে
কঠিন উপসংহার,
মেশামিশি পাশাপাশি
তো দারুন ব্যাপার!
add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ