• আজ- শনিবার, ১৪ জুন ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

আসলে তার নাম জানি না

লেখক : / ৩১৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
আসলে তার নাম জানি না
আসলে তার নাম জানি না

add 1
  • মজনু মিয়া

আসলে তার নাম জানি না
চাঁপড়া বিলের ধারে,
শাপলা তুলে ফিরছে বাড়ি
দেখলাম আড়ে আড়ে।

দীঘল কালো চুল যে মেয়ের
শ্যামলা গায়ের রং,
চলন ভালো গড়ন ভালো
আছে চলায় ঢং।

ভেজা শাড়ি পরনে তার
যাইনি কাছে তার,
দূরে থেকেই দেখলাম কেবল
চেয়ে বারে বার।

আমায় দেখে লজ্জা পেয়ে
দৌড়ে গেলো বাড়ি,
খুব পছন্দ হলো তারে
মনের মতন নারী।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ