নতুন সূর্য শঙ্খধ্বনি
নতুনের আহবান
ঢাকের তালে নাচে মনটা
জীর্ণতা অবসান।
রান্নাঘরে মনকে মাতায়
ইলিশের সুঘ্রাণ
মেলায় যাবে খোকা খুকু
পুতুল নাচের টান।
রঙিন শাড়ি ফুলের সাজে
ললনারা সব
হালখাতাতে দোকানগুলোয়
মিলনের উৎসব।
আলপনাতে দেয়ালগুলো
নতুনরূপে সাজে
নতুন বছর ভালো হবে
আশার সেতার বাজে।