• আজ- সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

আমি বাঙালি

সুব্রত চক্রবর্ত্তী / ২৫৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

add 1
  • সুব্রত চক্রবর্ত্তী

বঙ্গ এখন বদলে গিয়েছে
দুই বাংলা নামে
পূর্ব আর পশ্চিম এটাই পরিচয়।

যতই বাংলা বদলে যাক
বাংলা আমার মা
কালের কণ্ঠ বলবে যখন
আমি ফিরব না।

যে ভাষাতে প্রথম ডাকি
মা,যিনি আমার জন্মদাত্রী
সেই ভাষাতেই লেখাপড়া শিখি
কর্ম করছি আমি।

একটা আকাশ নদী অনেক
সবুজ ঘাসের সাথে, ফসল ভরা ক্ষেত
ঋতুরাণী শরৎ এবং বসন্ত ঋতুরাজ
গ্রীষ্মে পাই আম কাঁঠাল, বারোমাসে তেরো পার্বণ।

ঈদ, মহরম, শারদোৎসব এই বঙ্গের উৎসব
ইলিশ, খোলশে, কাতলা, রুই
নদী পুকুরে পাই।

মাছে ভাতে বাঙালি আমি
বাংলা মা তোমাকে ভালোবাসি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ