আমার দেশের চাষারা সব
ঝড় তুফানে ভিজে
সোনার ফসল ফলায় তারা
সম্মান পায় না নিজে।
রোদ বৃষ্টিতে জীবন তাদের
গরমে যায় ঘেমে।
তবু চলে দিনে রাতে
রয়না তারা থেমে।
অর্থনীতির চাকা রে ভাই
তাদের হাতেই চলে
আমরা সবাই অন্ন পাগল
জ্ঞানীরা যায় বলে।
দেহের যত শক্তি আছে
জমিনে দেয় ঢেলে
খুশিতে মন নেচে ওঠে
ফসল তুলে ঠেলে।
তাদের যদি সবাই মিলে
একটু ভালোবাসি।
সোনার ফসল ফলবে দ্বিগুণ
মুখে থাকবে হাসি।