কেউ বলে নৌকা নৌকা
কেউ বা ধানের শীষ,
কেউ করে বাঁচাও বাঁচাও
কেউ বা খায় বিষ।
কেউ বলে গণপরিষদ
কেউ বা স্বতন্ত্র,
কেউ বলে আল্লার দল
কেউ জপে মন্ত্র।
কেউ আবার ঘরের কোণে
বসে থাকে চুপ,
কেউ বা আবার চর্চা করে
সকল দলের রূপ।
সবাই করে দলাদলি
আমরা মানুষ কই?
মনের কথা মনে রেখে
মুখটি বুজেই সই।