আবুল মিয়ার লক্ষ্মী বউটা
ভীষণ রকম পাজি,
কোনো কথা মুখে থাকে না
অকামের সে কাজি!
সারাটা দিন মোবাইলটা হাতে
করে শুধু গুঁতোগুতি,
যখন যাহার অনলাইনে পায়
ভাবে বসে নিজের পতি!
ফ্রেন্ড লিস্টে তার কত-শত
বয়ফ্রেন্ডে থাকে ভরা
নিশি রাতে মেসেজ করে
ভীষণ রকম কড়া।
রোজ রোজ কত রঙ্গো
বউ করে আবুলের সাথে
আবুল ভাবে স্বর্গীয় সুখ
জুটেছে তার পাথে!
আবুল মিয়া তাইতো ভেবে বসে
বউটা তাহার অনেক লক্ষ্মী,
দিনের বেলাও ভয় পায় যে
দেখলেও কোনো কাক পক্ষী।
কিন্তু জানেনা বউটি তার
নিশি রাতের যাত্রী,
পূর্ব জনমেও স্মার্ট ছিলো
যখন ছিল কলেজ ছাত্রী।