দীর্ঘদিন পরে আবার
ভাই বোনের দেখা হয়,
হাসিখুশি নানান কথায়
বেশি কথা হলে ভয়।
আসবে যাবে মনের কথা
বলবে তুমি যথারীতি!
বড় হয়ে গেছো তোমরা
জানো অনেক রীতিনীতি।
অযথা ভাষা থেকে দূরে
গুণীজনে বলে তাই!
শান্ত হয়ে রবে সবে
সবার কাছে এটা চাই।
নীতিকথা বললে বলে!
বড় হয়ে গেছি ভাই,
আমি জানি তোমরা ছোট
হাতে পায়ে বড় তাই।
সুস্থ সবল যেথা থেকো
দোয়া করি প্রতীক্ষণ,
আবার হবে দেখা গনে
ভালো থেকো পরিজন।