আপন থেকে অন্য ভালো
যারা ভাবে এমন ধারা
রক্ত ছেড়ে টাকার পিছে
ছুটে বেড়ায় সর্বহারা।
আপন আপন করো যারে
আপন মানুষ দূরে থাকে
মিছে মায়া আঁকড়ে ধরে
বাতাস চলছে অন্য বাঁকে।
দেখা হলে মুচকি হাসে
অনুভূতি দেখায় আমায়
আপন বলে বুকে ধরে
ঘৃণা দিয়ে দূরে সরায়।
শেষ জামানার কলিকাল যে
মাঝে মাঝে দেখা হবে
কাছের মানুষ রবে কাছে
তারাই ক্ষতির সাধন তবে।
মিষ্টি মিষ্টি হাসির ছলে
আঘাত দিয়ে কথা বলে
পাপী থেকে দূরে থাকি
নিষ্ঠার সাথে পথটি চলে