নদীনালা, গাছপালা কেটে করছে ফালা ফালা, বড় বড় দালান, ভবন করিবে নির্মাণ।
দিনের পর দিন, জীবন্ত নদী হচ্ছে বিলীন, করিবে সেতু, সবই আধুনিকতার অবদান।।
নজরুলগীতি, রবীন্দ্রগীতি, করে না এখন কেউ প্রীতি, প্রায়ই সব ফসিলস ভক্ত।
ধর্মীয় নীতি মানে না প্রায়ই, টিকটক,ইনস্টাগ্রাম সাধুরাও কাঁপাই,
মনুষ্যত্ববোধ আছে কিনা বোঝা বড় শক্ত??
ভদ্রলোকী সাজ ছেড়ে আজ ধরেছে ফকিরের বেশ।
ছেঁড়া প্যান্ট পরে বলে এটাই নাকি ডিজিটাল দেশ??
মেয়েরা আজকাল মালা পরে মার্জিত পোশাক পায় না?
বললে বলে,” যাবে চলে এটাই পোশাকের স্বাধীনতা”।।
টাকা ছাড়া জ্ঞানে এখন হয় না ঠিক ঠাক চাকুরী।।
আধুনিকতার ছোঁয়ায় এখন শিক্ষাক্ষেত্রেও ঢুকছে প্রায়ই শিক্ষা ব্যবসায়ী।
অল্প জ্ঞানে শিক্ষক যারা, শক্তির বলে ঢুকছে তারা
নিয়মনীতি জানে না।
তাদের দেওয়া এই শিক্ষা, ছাত্ররা বনছে বোকা বছর শেষে তারা কিছুই পায় না।।
সব কিছুই আজ পাল্টে গেছে পূর্বের কিছুই যায় না পাওয়া।
সব কিছুতেই রং লেগেছে এটাই নাকি আধুনিকতার ছোঁয়া??