আবাক বিস্ময়ে দেখি আজব ব্যাপার
দেখে দেখে অন্ধ হয় দুচোখ আমার।
অন্ধরাই বেশি দেখে ভালোদের চেয়ে
অজ্ঞরাই জ্ঞান দেয় বিজ্ঞদের পেয়ে।
নীতিকথা বেশি বলে নীতিহীন জনে
উপদেশ দিয়ে যায় অসহায়গণে।
বিজ্ঞ উকিল সবাই নিজের বেলায়
বিচারক বনে যায় পরের সেবায়।
উপদেশ দিতে সবে অসীম উদার
দৃষ্টান্ত স্থাপনে হাত করে না প্রসার।
ধান্ধাবাজ গলাবাজ হয়ে মহারাজ
শিরে পরে বসে আছে রাজকীয় তাজ।
ভুরিভুরি টাকাকড়ি সাথে গাড়ি বাড়ি
যার আছে সেই আরও চায় কাঁড়িকাঁড়ি।
শিষ্টজন পিষ্ঠ হয় দুষ্টদের পায়
নিরীহরা হয়ে আছে বড় অসহায়।
খাই খাই করে তারা যারা বেশি খায়
অনাহারি চেয়ে দেখে হয়ে নিরুপায়।
আসল হারিয়ে গেছে নকলের ভিড়ে
বিনা মেঘে বজ্রপাত নিরীহের শিরে।