আমি আকাশতো ছুঁতে চাইনি
দিগন্ত বিস্তৃত করে
বিস্তীর্ণ পৃথিবীর বাইরে।
আমি ক্ষুদ্রতর এক মানবী
বিশ্বাস আর ভরসা নিয়ে বেঁচে আছি
ছোট্ট যার চাওয়া পাওয়া।
মানুষের তরে বিলাতে চাই
পূর্ণতা ভরা পূর্ণাঙ্গ জীবনী
হয়ত হবে না কখনো
তবুও সবার কল্যাণ ভাবতে ভালবাসি।
অর্থ, সামর্থ্য নেই জানি
তবুও ফাঁকা বুলি আওড়াতে পারি না
ধরায় প্রাণ কেন এত ছোট?
সামর্থ্য কেন অল্প?
কোলে নিতে গিয়ে অনাথকে
ভাবতে হয় শতবার,
খাবার দিতে গিয়ে ক্ষুধার্তকে
পিছু হঠতে হয় বারবার।
মন চায় তবুও ব্যার্থ
আমি ক্ষুদ্রতর এক মানবী
বিশ্বাস আর ভরসা নিয়ে বেঁচে আছি।
আকাশতো ছু্ঁতে চাই নি
দিগন্ত বিস্তৃত করে
বিস্তীর্ণ পৃথিবীর বাইরে।
ভালবাসা বিলাতেও যে সামর্থ্য লাগে
অর্থ লাগে হাসি ফুটাতে!
নশ্বর জীবনের চাওয়া গুলো অপূর্ণতাশ ঢাকা
তাই বিলাতে পারি না ভালবাসা
অনাহারী আর আর্তের মাঝে।
তারপরও চেষ্টা করি
এই চেষ্টাটুকু বেঁচে থাক আজীবন
এমনি করে হার না মানা হৃদয় নিয়ে।