হাড় কাঁপানো শীত এসেছে বঙ্গের বুকে
অট্টালিকায় থাকে ধনী মহাসুখে।
শীতবস্ত্র পায়না গরীব মাটির ঘরে থাকে
ভাত জুটে না দুমুঠো কান্দে দুঃখে।
এক কাপড়েই কাটিয়ে সুদীর্ঘ বারোমাস
বড়লোকরা করে তাদের’ই উপহাস।
তাদের পায়ে পিষে মেরে খাটায় দিনরাত
গরীব ঘরে জম্মানো নির্মম পরিহাস।
আত্মীস্বজন পরিচয় দেয়না অভাবী বলে
অসুস্থতায় দেখেনা কেউ উঁকি মেরে।
বর্ষাকালে ঘরের চালাতে বৃষ্টির পানি ঝরে
এই রাত এককোনায় বসে পার করে।
কাঁদে মা মুখে আঁচল দিয়ে কষ্টের সংসার
বাড়ি বাড়ি কাজ করে জুটায় আহার।
একদিন অসুখ হলেই নামে ব্যথার পাহাড়
কেঁদে কেঁদেই আরশ কাঁপায় খোদার।