আজকের দিনে দেশে দিচ্ছে কারা হানা
যদি সরকার দেয় দু আনা
মন্ত্রী করে দেড়।
গরিবের কাছে পৌঁছানোর আগে
সেগুলো হয়ে যায় নিঃশেষ।
কারে বা দিবো দোষ কারে বা করবো বিশ্বাস
অবহেলিত গরীব সমাজ
এগুলো দেখে দেখে আজ
ফেলছে শুধু বুক ভরা দীর্ঘশ্বাস।
সরকার রেখেছে কি যে পুষে
বেতন কড়ি দিয়ে।
যারা গিলছে শুধু হাঁ করে
গরিবের ধন লুটেপুটে।
সরকার কি বুঝেও বুঝে না
গরিবের অধিকার হচ্ছে লঙ্ঘন।
সরকার কি দেখেও দেখেনা।
তাহলে কি গরিব সমাজ নেবে বুঝে
সরকার এর সাথে ও শামিল আছে ।
নইলে গরিবের প্রতি কি ভাবে হচ্ছে নির্যাতন
সরকার একটু হলেও নিতো খুঁজে বুঝে।