শহরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে,
নিয়ে যাচ্ছে সব অনুভূতি-কোলাহল-পারিপার্শ্বিকতা,
আমি চলে যেতে চায় অনেক দূরে
যেখানে থাকবে না তোমার স্মৃতির ঐ নীল ডায়রিটা।
তুমি আছো নাকি নেই? বলো!
মন পাঁজরে ভাঙাগড়া, উতালপাতাল ঢেউ..?
বেখেয়ালি মনের দুয়ারে চুপিসারে এসে
বসে থাকে দূরবর্তী কল্পনার কেউ।
এখনো আমার চোখের তৃষ্ণা
মিঠে না কবু রুপ দর্শনে,
তাই ব্যকুলতাই ভরা মন মিনতি করে যায়
তার অপেক্ষার প্রহর গুনে।
প্রকৃতির নিয়ম মেনে আমি রোজ জেগে থাকি সাথে
নির্ভিক চাদঁ আমরই মতো তারাদের ভীড়ে রাত জাগে,
হারিয়ে যায় কত কিছু এতে ভয় পেয়ে কি লাভ?
হারানোর এই পৃথিবীতে এখন নিরালায় একা বসে ভাবি।
এক মাকরশার জালে
নিজের নিত্য স্বপ্ন করেছি বুনন,
হয়ছে তা এখন পুড়ে ছারকার
স্বপ্নের দীর্ঘশ্বাসের উনন।
বুকের বাম পাশে অনুভূত কম্পনে শুনা যায়
তার ঐ টুং টুং চুড়ির শব্দ,
অজান্তে এক অনায়াসেই করে গেল
নির্ঘুম, চাপা কষ্ট আর নিস্তব্দ।
আমার প্রিয় ডাকনামে এখন শুন্যতার হাহাকার,
ছেয়ে গেলো ধুলো ডায়রির পাতায় পাতায়,
চিৎকার দিয়ে উঠে মনের ক্যনভাসে,
এখন তুমি আছো আমার দম বন্ধ হওয়া নি:শ্বাসে,
চোখের বৃষ্টিতে আর কবিতা ও উপন্যাসে।