কেউ না আমায় ভালোবাসুক
কেউ না করুক আদর
দু:খে পাশে কেউ না থাকুক
কেউ না করুক কদর।
কেউ না করুক সম্মান মোরে
কেউ না করুক মান
চামচিকারাও দিক অসময়
গলায় ধরে টান।
কেউ আমাকে খোঁজ না করুক
কেউ না করুক মায়া
স্বার্থে একটু আঘাত পেলেই
দূর হয়ে যাক ছায়া।
কেউ না আমার শুনুক কথা
না দিক আমায় দাম
উচিৎ কথা বলেই যাব
হোক যত বদনাম।