সোনালী সকালে এক টুকরো আলো এসে,
তোমার ঠোঁটের কোনে জমা হবে ;
আমি আলতো করে ছুয়ে দেখবো,
এক কাফ চা য়ের সাথে তোমার হাসি।
শীতল স্পর্শ অনুভবে কাতর হবো,
আমার দীর্ঘশ্বাস জুড়ে তোমাকে চাইবো ;
গোধূলি বিকাল ঘিরে একই পথে হারাবো,
প্রতিবারের মত আচমকা তোমাকে ছুঁয়ে দেবো;
তুমি শিহরিত হবে সূর্য অস্তের পূর্ব মুহূর্তে,
হঠাৎ ছুঁয়ে দেখো আমি অদৃশ্য হয়ে যাবো;
কল্পনাতে এসে আমাকে আলিঙ্গন করো,
বাস্তবে কখনো ছুঁইয়ো না অদৃশ্য হয়ে যাবো।