• আজ- শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
Logo
/ তাজুল ইসলাম নাহীদ
তাজুল ইসলাম নাহীদ সমাজে আজ নাইরে বিচার কাঁদছে সবাই দু:খে, ইচ্ছে থাকলেও পারে না কেউ বলতে তা আজ মুখে। টাকার জোরে গায়ের জোরে তেল কে করছে পানি, গরিব পেলেই ধরে বিস্তারিত
তাজুল ইসলাম নাহীদ আমার ভীষণ ইচ্ছে করে তোমার সঙ্গে থাকি, ভালোবেসে সারাজীবন হাতটা ধরে রাখি। দিন কাটাই যে হাসিখুশি দুঃখ কে না বলে, বকুল ফুলের মালা গেঁথে দেই পরিয়ে গলে।
তাজুল ইসলাম নাহীদ আমার ভীষণ ইচ্ছে করে তোমার সঙ্গে থাকি, ভালোবেসে সারাজীবন হাতটা ধরে রাখি। দিন কাটাই যে হাসিখুশি দুঃখ কে না বলে, বকুল ফুলের মালা গেঁথে দেই পরিয়ে গলে।
তাজুল ইসলাম নাহীদ টিকটকের ঐ সুন্দর মাইয়ার হবে যারা বর, কাঁদতে হবে জানি তাদের সারাজীবন ভর। চরিত্র সব ধ্বংস ওদের জানে সারাদেশ, লাজ শরম তো যাহাই ছিলো প্রথম দিনই শেষ।
তাজুল ইসলাম নাহীদ শিশিরভেজা ঘাসগুলো ঐ শিশির জলে ভেজে, অজু করে নিচ্ছে যেনো নতুন করে সেজে। গা-টা তাদের ধুয়েমুছে মাথা ঝুঁকায় নুয়ে, সৃষ্টিকর্তা প্রভুর পায়ে দিচ্ছে যেনো ছুঁয়ে। হয়তো আমরা
তাজুল ইসলাম নাহীদ লক্ষ কোটি গ্রামের মাঝে সেরা আমার গাঁও, বিশ্বাস না হয় দেখতে বন্ধু আজই চলে যাও। আঁকাবাঁকা মেঠো পথে সারিসারি গাছ, লোহর নদী জুড়ে আছে নানান মজার মাছ।
মাওলানা তাজুল ইসলাম নাহীদ ঐ যে দেখো কাশবনেরা বাতাশেতে দুলে, নিচ্ছে সবে খুশিমতো সাদা ফুল যে তুলে। মৃদু হাওয়ায় দুলছে ওরা দেখলে ভরে মনটা, এসো না হায় ঘুরতে আজকে কাশের
তাজুল ইসলাম নাহীদ চাঁদ উঠেছে বাঁশ বাগানে দেখ্ না চেয়ে ওই, আবীর আরাফ মাহমুদ তোরা গেলি আহা কই! চাঁদের আলো দিঘির জলে করছে ঝিলিমিল, আরো সুন্দর লাগছে দেখো লোহর নদীর

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ১১:৩৮)
  • ২৭ জুলাই, ২০২৪
  • ২০ মহর্‌রম, ১৪৪৬
  • ১২ শ্রাবণ, ১৪৩১ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT