নিজস্ব প্রতিবেদক: আজ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালখানগর ঐক্যতান সমাজকল্যাণ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সভাপতি সাহাদাত হোসাইন।
তিনি বলেন, “সমাজের প্রতি আমাদের রয়েছে নানাবিধ দায়বদ্ধতা। সেই উপলব্ধি থেকেই ঝিকুটের পথচলা শুরু হয়েছে। ভালো কিছু করার এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়াকে আমরা বড় দায়িত্ব মনে করি।”
ঝিকুট ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে তিনি জানান, প্রতিষ্ঠানটি সমাজকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা নিয়ে নিবেদিতভাবে কাজ করছে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই ঝিকুটের বড় অর্জন।
তিনি আরও বলেন, “ঝিকুটের ব্যতিক্রমী সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড আমাদের অনুপ্রাণিত করে। এটি মানবিক মানুষ হওয়ার প্রচেষ্টাকে দৃঢ়তা দেয় এবং সৃজনশীল কর্মের মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে সহায়তা করে।”
আগামী দিনের প্রত্যাশা তুলে ধরে সাহাদাত হোসাইন বলেন, “ঝিকুট ফাউন্ডেশন আরও বৃহৎ পরিসরে এগিয়ে যাবে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এর সেবামূলক উদ্যোগ মানুষের চেতনায় ইতিবাচক পরিবর্তন আনবে। সকলে মিলে একত্রে কাজ করার মাধ্যমে সমাজের মঙ্গল সাধিত হবে। আমরা ঝিকুট ফাউন্ডেশনের দীর্ঘস্থায়ীত্ব কামনা করি।”