কাশফুল
শুভ্র মেঘের ভেলায়
ভেসে বেড়াবো অর্ণবের অসীম নীলে-
তপ্ত দেহের পারফিউমের গন্ধ,
হাতছানি দিয়ে ডাকবে শরতের শুভ্র কাশবনে।
অজস্র কাশফুলের সমাহারে, প্রণয়ের
বুকপকেটে ধারণ করবো অসীম নীল।
অভিমানী মেঘের অশ্রু মুছে দিবো,
শুভ্রতার ছোঁয়ায় ভেসে যাবো
শরতের প্রেম যমুনায়।
ভুঁইচাঁপা মাঝে দিয়ে,
গাঁথি শিউলি ফুলের মালা
পরাবো বলে শরতের গলায়।
উড়ো মেঘের ডানায় ভর করে
হারিয়ে যাবো শুভ্রতার ছোঁয়ায়।
বছর শেষে শরৎ আসবে বলে
প্রণয়পটে জানান দেয় চিঠি দিয়ে,
অপেক্ষায় থাকি বিশ্বাসের মোড়ক নিয়ে।