নির্ঘুম কেটে যায়
দিবস-রজনি,
তুমি নেই পাশে তাই
একাকী সজনি।
ছটফট করি শুধু
বিছানার মাঝে,
অলসতা ভর করে
মন নেই কাজে।
কেন বলো ছেড়ে গেলে
মাঝপথে ফেলে,
দুঃখ’রা ছুটি নিতো
তোমা কাছে পেলে।
তবু আমি চাই যেন
তুমি থেকো সুখে,
বিষাদেরা জমা হোক
আমার এ বুকে।