• আজ- বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু

লেখক : / ১২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

add 1

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভেতরে বিভক্তি এড়াতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে।

গত জুলাই মাসে উচ্চকক্ষ নির্বাচনে পরাজয়ের পর থেকেই সমালোচনার মুখে ছিলেন ইশিবা। মাত্র এক বছর আগে, গত অক্টোবরে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার সময় তিনি মুদ্রাস্ফীতি মোকাবেলা এবং এলডিপির ভেতর সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে রাজনৈতিক তহবিল সংগ্রহ নিয়ে দলটির বিরুদ্ধে ওঠা সমালোচনা থামাতে সক্ষম হননি।

ক্ষমতা গ্রহণের কিছুদিন পরেই নিম্নকক্ষের নির্বাচনে এলডিপি ও জোটসঙ্গী কোমেইতো সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর জুলাই মাসে উচ্চকক্ষের নির্বাচনে আবারও পরাজিত হয় জোট। তখন থেকেই ইশিবার পদত্যাগের দাবি জোরালো হতে থাকে। যদিও সে সময় তিনি দায়িত্ব ছাড়তে অস্বীকৃতি জানান এবং ভোটের ফল ‘কঠিন বাস্তবতা’ হিসেবে মেনে নিলেও বাণিজ্য আলোচনার দিকে দৃষ্টি রাখার কথা বলেছিলেন।

জাপানের উচ্চকক্ষে ২৪৮টি আসনের মধ্যে নিয়ন্ত্রণ ধরে রাখতে ক্ষমতাসীন জোটের অন্তত ৫০টি আসন প্রয়োজন ছিল। কিন্তু তারা পেয়েছে মাত্র ৪৭টি আসন। এই ফলাফল ভোটারদের মধ্যে ইশিবার প্রতি অসন্তোষ স্পষ্ট করে তুলেছে।

অর্থনৈতিক সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় আস্থা জাগাতে ব্যর্থ হওয়ায় তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে দলীয় ভেতর চাপ ও জনমতের কারণে ইশিবা শিগেরু প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ