• আজ- বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

লেখক : / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

add 1

অনলাইন ডেস্ক: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও ইন্তেকালের দিন ১২ রবিউল আউয়াল মুসলিম উম্মাহর কাছে পুণ্যময় ও তাৎপর্যমণ্ডিত দিন হিসেবে পালিত হচ্ছে।

৫৭০ খ্রিস্টাব্দে এই দিনে আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে মা আমিনার কোলজুড়ে জন্ম নেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। একই দিনে ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তাঁর আগমনের আগে আরবজাহান নিমজ্জিত ছিল অরাজকতা ও অপকর্মে; যাকে বলা হয় ‘আইয়ামে জাহেলিয়াত’। সেই অন্ধকার যুগ থেকে মানবজাতিকে মুক্তি দিতে আল্লাহ তাআলা তাঁকে পৃথিবীতে পাঠান।

মহানবী (সা.) অল্প বয়স থেকেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন। তিনি মানবজাতির জন্য ন্যায়, সাম্য, দয়া ও সহমর্মিতার বার্তা নিয়ে আসেন।

পবিত্র দিনটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন—ঈদে মিলাদুন্নবী (সা.) সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে। তিনি বলেন, “মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ইহকালীন ও পরকালীন কল্যাণ সম্ভব।”

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বাণীতে উল্লেখ করেন, “মহানবী (সা.) মানবতার মুক্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার যে শিক্ষা দিয়েছেন তা আজও অত্যন্ত প্রাসঙ্গিক।” তিনি মদিনার সনদের দৃষ্টান্ত টেনে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের শিক্ষা জাতীয় জীবনে অনুসরণ করা জরুরি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাণী দিয়েছেন। তারেক রহমান বলেন, “নির্যাতিত ও বঞ্চিত মানুষের সেবায়, নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অতুলনীয়। তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর পূর্ণ আদর্শ অনুসরণ ছাড়া মানবতার কল্যাণ সম্ভব নয়।”

দিবসটি উপলক্ষে সরকার, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা।

আজ সরকারি ছুটি থাকায় বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় গভীর শ্রদ্ধা ও ভক্তি সহকারে পালন করছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ