• আজ- বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

দেশে স্বর্ণের নতুন দাম ভরিতে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা

লেখক : / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

add 1

অনলাইন ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে শনিবার (৬ সেপ্টেম্বর) থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দাম সমন্বয়ের ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের তালিকা (ভরি/১১.৬৬৪ গ্রাম অনুযায়ী):

২২ ক্যারেট: ১,৭৮,৮৩২ টাকা

২১ ক্যারেট: ১,৭০,৭০৩ টাকা

১৮ ক্যারেট: ১,৪৬,৩১৩ টাকা

সনাতন পদ্ধতি: ১,২১,১৬৬ টাকা

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে ১ সেপ্টেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ভরিতে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ