• আজ- শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১১২৪, আহত ছাড়াল ৩ হাজার

লেখক : / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

add 1

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৪ জনে। আহত হয়েছেন কমপক্ষে ৩ হাজার ২৫১ জন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি এ তথ্য জানিয়েছে। খবর খালিজ টাইমসের।

গত রোববার গভীর রাতে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে পূর্বাঞ্চলীয় কুনার ও নানগাহার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় আট হাজার ঘরবাড়ি ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান এহসানউল্লাহ এহসান জানান, সোমবার কুনারের চার গ্রামে উদ্ধার অভিযান চালানো হয়েছে। তবে দুর্গম এলাকায় এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে। দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়ার পাশাপাশি পাহাড়ি দুর্গম এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে প্রশিক্ষিত উদ্ধারকর্মীরা। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ