গোধূলির লগ্নে উড়ো মেঘের ডানায়-
ভর করে ভেসে বেড়ায় মেঘবতী ;
শূন্যতা বুকে নিয়ে পিপাশু কাতরতায় কাটে যামিনী
জড়ত্বের শেকলে আজ স্বপ্নের আত্মহুতি।
মুক্তচারণ গোলকবাঁধা মেঘেদের আড়ালে-
কখনো বা ভীড়ে মেঘবতী খুঁজে ফিরে অষ্টপ্রহর ;
সুখ বিলাসী মেঘরাজ কামার্তে ছলনায় অপার
মেঘেদের আলিঙ্গনে ওষ্ঠের চুম্বনে বিমোহিত অন্তর।
নির্দয় বেদনায় নিঃসঙ্গতায় অস্থির মেঘবতী
আপনবৃত্তে নীরব! ক্রন্দন পিপাসায় তুষারপাত
চঞ্চল মেঘের আর্তনাদে সুরের মূর্ছনায় গুমরে কাঁদে
আরুনদ্ধুতি, স্বাতীদের মোহনিদ্রায় কাটেনি প্রভাত।
স্বপ্নবাজ মেঘরাজ শিকলের যাঁতাকলে সীমাবদ্ধ
কালের বিবর্তনে সুযোসন্ধানী কামার্ত বাসনায় লোভাতুর ;
মেঘবতীর প্রণয়ের ক্যানভাসে মেঘরাজের অহর্নিশ
আবেগিক মেঘরাজ সর্বত্রই তার ছল-চাতুর।
বিষন্ন মনে মেঘবতী প্রণয়ের বাসনায় বাসন্তী সাজে
এক তমসাচ্ছন্ন বৃত্তবলয়ে ফের অপেক্ষায়
রিক্তের বেদন অনুচ্চারিত শব্দ গুলো
গুঞ্জরিত আর্তনাদে প্রণয়ময় হৃদগহীনে প্রবাহ অধরায়।