• আজ- বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

ট্রাম্পের দাবি: ‘দুই থেকে তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের সমাপ্তি’

লেখক : / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

add 1

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজার চলমান যুদ্ধ দ্রুতই শেষ হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমার মনে হয় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পরিস্থিতির একটি ভালো, চূড়ান্ত সমাপ্তি ঘটবে।” আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে ট্রাম্প প্রশাসন একাধিকবার যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে কার্যকর হয়নি। বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।

সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্প আরও বলেন, “এটি শেষ হতেই হবে, কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু ও প্রাণহানি বেড়েই চলেছে।”

এর আগে চলতি বছরের শুরুতে তিনি গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেন। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিকল্পনা জাতিগত নিধন বা মানবতাবিরোধী অপরাধের শামিল হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ