• আজ- বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন

দক্ষিণ আমেরিকার উপকূলে ৭.৫ মাত্রার ভূমিকম্প

লেখক : / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
2025
ভূমিকম্প

add 1

ঢাকা: দক্ষিণ আমেরিকার উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, অ্যান্টার্কটিকার কিছু এলাকায় সম্ভাব্য সুনামির জন্য সতর্কতা জারি করেছে চিলি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ১৬ মিনিটে দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী ড্রেক প্যাসেজে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৮ বলে জানালেও পরে তা সংশোধন করে ৭.৫ নিশ্চিত করে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১১ কিলোমিটার গভীরে।

ইউএসজিএস জানায়, আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে প্রায় ৭১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। ওই এলাকায় প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস।

রয়টার্সের খবরে বলা হয়, ভূমিকম্পের সবচেয়ে কাছের দুটি দেশ চিলি ও আর্জেন্টিনার জন্য তাৎক্ষণিকভাবে জনগণকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়নি। তবে ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ২৫৮ কিলোমিটার দূরে অবস্থিত বেস ফ্রেই সাইটের কাছাকাছি প্রভাব পড়ার পর চিলির নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভিস অ্যান্টার্কটিক অঞ্চলে সুনামি সতর্কতা জারি করে।

সূত্র: রয়টার্স

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ