• আজ- বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

পাকিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪৪

লেখক : / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

add 1

পাকিস্তানের উত্তরাঞ্চলে টানা ভারি বৃষ্টিপাত ও মেঘ ভাঙা বৃষ্টির (ক্লাউড বার্স্ট) কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩৪৪ জনের মৃত্যু হয়েছে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৩২৭ জনে দাঁড়িয়েছে। শুধু বুনার জেলাতেই প্রাণহানি ঘটেছে ২০৪ জনের, আহত হয়েছেন আরও অন্তত ১২০ জন এবং ৫০ জন এখনো নিখোঁজ।

এ ছাড়া শাংলায় ৩৬ জন, মনসেরায় ২৩ জন, সোয়াতে ২২ জন, বাজাওরে ২১ জন, বাট্টাগ্রামে ১৫ জন ও লোয়ার দিরে পাঁচজনের মৃত্যু হয়েছে। বন্যার মধ্যে ত্রাণ ও উদ্ধার অভিযানে নামা প্রাদেশিক সরকারের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ উদ্ধারকর্মীও প্রাণ হারিয়েছেন।

গিলগিট-বালতিস্তানে অন্তত ১২ জন ও আজাদ জম্মু-কাশ্মীরে নয়জন মারা গেছেন। ধ্বংস হয়ে গেছে ১১টি বাড়ি, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৬৩টি। সোয়াত ও শাংলায় তিনটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মারাত্মক ক্ষতিগ্রস্ত বুনার, বাজাউর, সোয়াত, শাংলা, মনসেরা, তোরঘর, আপার ও লোয়ার দির এবং বাট্টাগ্রামে জরুরি অবস্থা ঘোষণা করেছে খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ