আব্দুস সাত্তার সুমন একচালা টিনের ঘর সামনে খোলা মাঠ, নামাজ রোজা হয় সেখানে হয় যে কোরআন পাঠ। টিনের চালে রোদ বৃষ্টি পূর্ব কোণের দিকে, নীল আকাশে চাঁদ দেখা যায় জ্বলছে
মোহাম্মদ ফয়সাল জুলাই মাসে শহরটা জ্বলে, স্বাধীন চেতনায় আগুন উঠে চলে। ছাত্রের হাতে ছিল না বন্দুক, তবু গর্জে উঠলো — “থামাও এই শাসনভুক!” কোটার নামে বিভাজন খেলা, বিচার চাইলো হৃদয়