• আজ- মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ: ১৬ দলের প্রতিযোগিতা, বাংলাদেশ নিশ্চিত মূল পর্বে

লেখক : / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

add 1

স্পোর্টস ডেস্ক: প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ সালে নামিবিয়া ও জিম্বাবুয়ের মাঠে অনুষ্ঠিত হবে। এবার প্রথমবারের মতো প্রতিযোগীর সংখ্যা ১০ থেকে বৃদ্ধি করে ১৬ করা হয়েছে। সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ৪১টি ম্যাচ খেলানো হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগেই নিশ্চিত করেছে মূল পর্বে জায়গা। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে শীর্ষ দশ দলের মধ্যে ছিল বাংলাদেশ, তাই নতুন করে বাছাইপর্ব খেলার প্রয়োজন হয়নি।

সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাওয়া দলগুলো:
জিম্বাবুয়ে (স্বাগতিক), বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

আঞ্চলিক বাছাই থেকে উঠে আসা দলগুলো:
তানজানিয়া (আফ্রিকা অঞ্চল), যুক্তরাষ্ট্র (আমেরিকা অঞ্চল), আফগানিস্তান (এশিয়া অঞ্চল), জাপান (পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল) ও স্কটল্যান্ড (ইউরোপ অঞ্চল)।

দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা তিনটি দল সুপার-সিক্স পর্বে উঠবে। সেখান থেকে নির্ধারিত হবে সেমিফাইনাল ও ফাইনালিস্টরা। তবে এখনো গ্রুপ ভাগাভাগি হয়নি। বাংলাদেশ কোন গ্রুপে পড়বে এবং তাদের প্রতিপক্ষ কারা হবে তা জানতে হলে ড্র অনুষ্ঠানের অপেক্ষা করতে হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ