সাতক্ষীরা : মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পেয়ে স্বপ্ন পূরণ হয়েছে সাতক্ষীরার নাজমিন নাহার লিজা ও রাকিব রায়হানের। অভাবের সংসারে বেড়ে ওঠা এই তরুণ–তরুণীরা নিজের যোগ্যতায় সরকারি চাকরি পেয়ে আনন্দে আত্মহারা।
নগরঘাটা গ্রামের লিজা (১৮) বলেন, “নানা–নানীর বাড়িতে থেকে লেখাপড়া করেছি। বাবা-মায়ের আদর পাইনি। চলার পথ সহজ ছিল না। এসএসসি পাস করে কলেজে পড়ছি। ভাবিনি চাকরি হবে। বাড়ি থেকে একাই পুলিশ লাইন্সে এসেছি পরীক্ষা দিতে। এখন সবাইকে ফোন করে খবর দিচ্ছি। মাত্র ১২০ টাকায় চাকরি পেয়ে আমি খুব খুশি।”
রাকিব রায়হান (১৯) জানান, “এর আগে দু’বার চেষ্টা করেছি। দেখেছি সবাই যোগ্যতায় চাকরি পাচ্ছে। তাই হাল ছাড়িনি। এবার উত্তীর্ণ হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া। কখনো ভাবিনি ঘুষ ছাড়া চাকরি হবে। টাকা ছাড়া চাকরি পেয়ে সত্যিই আনন্দে আত্মহারা।”
শুধু লিজা ও রাকিব নন, এবার সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন আরও ২৬ জন তরুণ। তাদের ভাষ্য, “পুলিশে চাকরি পেতে তদবির ও ঘুষ লাগে ভেবেছিলাম। কিন্তু কোন অনিয়ম ছাড়াই স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে।”
বুধবার রাতে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে চূড়ান্ত তালিকা ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, “জনগণের প্রত্যাশার পুলিশ গড়তে হলে স্বচ্ছ নিয়োগ অপরিহার্য। সারাদেশেই এভাবে নিয়োগ চলছে। অভিভাবকরা সন্তানদের পুলিশে যোগদানে উৎসাহিত করুন।”
এবার সাতক্ষীরায় প্রায় ১৯০০ আবেদনকারীর মধ্যে লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৪৪ জন, মৌখিক পরীক্ষায় ৫৮ জন। চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন ২৮ জন (২৬ পুরুষ, ২ নারী)। অপেক্ষমান রয়েছেন আরও ৬ জন।