হেমন্ত আসে শীতের ঘ্রাণে
শরতের ঝরা কাশফুলে,
হেমন্ত আসে শিউলি কামিনী
ছাতিম গন্ধরাজ ফুলে।
হেমন্ত আসে কার্তিক অগ্রহায়ণের
সোনালী পাকা ধানে,
হেমন্ত আসে রোদেলা দুপুরে
কৃষক বন্ধুর গ্রাম বাংলার গানে।
হেমন্ত আসে সোনালী সকালের
শিশির ভেজা ঘাসে,
হেমন্ত আসে নতুন চালের
ফিরনি পায়েসের আনন্দ উল্লাসে।
হেমন্ত আসে নবান্ন উৎসবের
নৃত্য গান বাজনায়,
হেমন্ত আসে বাংলার কবিদের
ছড়া ছন্দ কবিতায়।