কাশফুল
সাদা সাদা কাশফুল
সৌন্দর্যে নির্ভুল
ঘ্রাণ নেই বাস নেই
তবুও তো ফুল।
শরৎে তোমার সাথে
কারোর নাই তুল
তোমায় নিয়ে লিখে
করি নিকো ভুল।
তুমি শুধু শরতের
আনন্দেরই মূল
দেখে চোখ জুড়ানো
নেই আর ফুল।
তোমায় নিয়ে লিখে
গল্পকার ও কবি
আবার শরৎ চাই
এটাই আমার হবি।