• আজ- মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

স্বপ্নের ক্যানভাস

লেখক : / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

add 1
  • জহিরুল হক 

যতটুকু সাজাতে চাই
তার চেয়েও বেশি চুরমার হয়ে যায়!
স্বপ্নের লতা বেয়ে উপরে উঠতেই
লতাগুলো নুয়ে পড়ে ঘুমভাঙা শহরে।

প্রত্যাশার ঝিলে ফোটে না নীলোৎপল,
নেই অলকানন্দায় অনিন্দ্য হিন্দোল।
প্রগলভ চিত্ত মানে না সরল সমীকরণ
নয়তো মানে না নিউটনের তৃতীয় সূত্র।

বেপরোয়া হিসেবের খাতায়
যখন অনুশোচনার গন্ধ থাকে না,
তখন দুঃখ কষ্ট কিংবা বিষন্নতার সব রং
নগ্ন জ্যোৎস্নার আলোতে ধুয়ে নিলেও

সুখগুলো একদিন চাঁদের কলঙ্ক নিয়েই
ফিরে আসে এক নিঃসঙ্গ শাকুরা সন্ধ্যায়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ